রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফানাই ও শুকনাছড়া নদীর পানি উপচে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ও কর্মধা ইউনিয়নের প্রায় দশটি গ্রামের কয়েক হাজার একর জমির আদা পাকা রোপা আমন ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ফানাই নদীর বাঁধের উপর ও বিভিন্ন স্থানে ভাঙনের ফলে এই অঞ্চলগুলো প্লাবিত হয়। এতে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে ফানাই ও শুকনাছড়া নদীর পানি বাড়তে থাকে। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কবিরাজি, হাসিমপুর, পালগ্রাম, রুস্তুমপুর, বাগাজুরা, ভবানীপুর, মইষাজুরী, ভাটগাও, চকরগ্রাম, মিনার কোনা, কৌলা(আংশিক)সহ ১০টি গ্রামে পানি প্রবেশ করে কয়েক হাজার একর আদা পাকা রোপা আমন ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এরই মধ্যে পানি না কমলে আদা-পাকা ধানের পচন ধরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।