Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির নিচে কয়েক হাজার একর জমির আধা-পাকা রোপা আমন

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা

গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফানাই ও শুকনাছড়া নদীর পানি উপচে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ও কর্মধা ইউনিয়নের প্রায় দশটি গ্রামের কয়েক হাজার একর জমির আদা পাকা রোপা আমন ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ফানাই নদীর বাঁধের উপর ও বিভিন্ন স্থানে ভাঙনের ফলে এই অঞ্চলগুলো প্লাবিত হয়। এতে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে ফানাই ও শুকনাছড়া নদীর পানি বাড়তে থাকে। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কবিরাজি, হাসিমপুর, পালগ্রাম, রুস্তুমপুর, বাগাজুরা, ভবানীপুর, মইষাজুরী, ভাটগাও, চকরগ্রাম, মিনার কোনা, কৌলা(আংশিক)সহ ১০টি গ্রামে পানি প্রবেশ করে কয়েক হাজার একর আদা পাকা রোপা আমন ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এরই মধ্যে পানি না কমলে আদা-পাকা ধানের পচন ধরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানির নিচে কয়েক হাজার একর জমির আধা-পাকা রোপা আমন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ