নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে কাজাখস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছে গেল তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার চৈত্রের দাবদাহে যেখানে বাংলাদেশের মানুষের জীবন প্রায় উষ্ঠাগত সেখানে তপ্ত গড়মের দিনে সুখবর ছিল লাল-সবুজের ক্রীড়াঙ্গণে। এদিন এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারিতে বাংলাদেশের তিনটি স্বর্ণ জয় এবং ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লন্ডন প্রবাসী বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমানের ওঠার সঙ্গে সুখবর দিল জাতীয় হকি দলও। শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জিবিকে হকি ফিল্ডে এএইচএফ কাপের শেষ চারে বাংলাদেশ ৮-১ গোলে কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। বিজয়ী দলের পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট খ্যাত আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ চার গোল করেন। বাকি চারটির মধ্যে খোরশেদুর রহমান দু’টি, রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজ একটি করে গোল করেন। ম্যাচসেরার পুরস্কার পান হ্যাটট্রিকম্যান আশরাফুল। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। আর বাংলাদেশ দলের চতুর্থ হ্যাটট্রিক। এর আগে সোহানুর রহমান সবুজ ও খোরশেদুর রহমান একটি করে হ্যাটট্রিক করেছিলেন। এএইচএফ কাপের ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে এশিয়া কাপেও খেলা নিশ্চিত করেছেন সারোয়ার-জিমিরা। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে ওমান ২-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে। রোববার টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ওমান। জাকার্তার জিবিকে হকি ফিল্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।