Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের বায়ো ল্যাব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ব্যাখ্যার দাবি চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৬:০০ পিএম

ইউক্রেনের জৈব পরীক্ষাগার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ব্যাখ্যার তাগিদ দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি চাং চু।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের জৈব নিরাপত্তা বিষয়ে ভাষণ দেওয়ার সময় তিনি এ তাগিদ দেন।

চাং চুন বলেন, বড় মাপের ধ্বংসাত্মক অস্ত্র ও জৈব নিরাপত্তার বিষয়ে চীন বরাবরই একই মনোভাব পোষণ করে আসছে। চীন জৈব ও রাসায়নিক অস্ত্রসহ যেকোনো বড় মাপের ধ্বংসাত্মক অস্ত্র পুরোপুরি নিষেধ ও ধ্বংসের তাগিদ দেয়। যে কোনো দেশের রাসায়নিক ও ধ্বংসাত্মক অস্ত্র গবেষণা ও উন্নয়নের বিরোধিতা করে চীন।

তিনি আরো বলেন, চীন এক সময় জৈব ও রাসায়িনক অস্ত্রের গুরুতর ক্ষতির শিকার হয়েছে। তাই দেশটি মনে করে, যে কোনো জৈব তত্পরতার সুত্রকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে ভয়ঙ্কর ক্ষতি না হয়। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ