Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভারতের ৪ কর্ণেল ও মেজরের বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৫:৫৪ পিএম

মানুষ সাদা-কালো। সাদা মানুষের মনেও হঠাৎ কালোর উদয় হতে পারে। তখন সে এমন কাণ্ড করতে পারে, যেমনটা ভাবাই যায় না। না হলে কেউ সহকর্মী তথা বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে! এমন ঘটনাই ঘটেছে ভারতের রাজস্থানে। এক সেনাকর্মী ধর্ষণের চেষ্টা করলেন আরেক সেনাকর্মীর স্ত্রীকে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ পাঁচজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৪ মার্চে। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি তার স্বামীর সঙ্গে ক্যান্টনমেন্ট এলাকাতেই থাকেন। তার অভিযোগ, ওই দিন সন্ধাবেলা সেনা বাহিনীর এক সুবেদার তার বাড়িতে আসেন। মহিলা তখন স্নান করছিলেন। তখনই সেনাকর্মী সুবেদার তার শ্লীলতাহানি করেন। মহিলা চিৎকার করায় সেই আওয়াজ শুনে ছুটে আসেন তার স্বামী। ফলে তিনি রক্ষা পান। অভিযুক্ত সেনাকর্মীকে ধরার চেষ্টা করেন নির্যাতিতা ও তার স্বামী। যদিও তিনি পালাতে সক্ষম হন।

নির্যাতিতার অভিযোগ, এই ঘটনার পর সেনা পুলিশ পাঠিয়ে ছিল তার বাড়িতে। তারা ব্যবস্থা নেওয়ার বদলে উলটে তাকে ও তার স্বামীকেই হেনস্তা করে, ঘটনাটি চেপে যাওয়ার জন্য হুমকিও দেয়। এর পরেই মূল অভিযুক্ত-সহ পাঁচজনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ও তার স্বামী।

জানা গিয়েছে, যে চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওই দম্পতিকে হেনস্তা ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে, তাদের ২ জন কর্ণেল ও ২ জন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা। যদিও পরে সেনার তরফে বলা হয়, এই ঘটনায় সেনা বাহিনী অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। থানাকেও তদন্তে সহযোগিতা করা হবে।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা ভরত রাওয়াত জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের বয়ান অনুযায়ী, তার স্বামী ১৪ মার্চে ঘটনাটি ঘটার পরেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। যদিও তারা কোনওরকম ব্যবস্থা নেয়নি। বরং নির্যাতিতা ও তার স্বামীকেই হেনস্তা করা হয়। সূত্র: এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ