Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ইয়োহানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১২:১৫ পিএম

সিংহলি ভাষার গায়িকা ইয়োহানি ডি’সিলভা ‘মানিকে মাগে হিথে’ গেয়েই মন জয় করেছিলেন এশিয়া অঞ্চলের। ভারতে করেছেন ধারাবাহিক কনসার্ট, অংশ নিয়েছেন টিভি শোতে, এমনকি গেয়েছেন বলিউডেও। এবার এই তারকার মুকুটে নতুন পালক যুক্ত হলো। ভারতের খ্যাতনামা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

ভারতের অন্যতম জনপ্রিয় মিউজিক সংস্থার সাথে চুক্তি করতে পেরে বেশ খুশি ইয়োহানি। তিনি বলেন, ‘ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি সিরিজের মতো এত নামী সংস্থার হয়ে গাওয়ার সুযোগ পাওয়া যে কোন শিল্পীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি দারুণ খুশি, উত্তেজিত এবং কৃতজ্ঞ। একটা গান আমার জীবন এ ভাবে পাল্টে দেবে ভাবতেই পারিনি।’

ইয়োহানিকে টি সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি ভূষণ কুমারও। ইয়োহানিকে টি সিরিজে যুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, ‘বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছি আমরা। আশা করি ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাশালী শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দিতে পারব।’

নতুন প্রতিভা খুঁজে আনায় বরাবরই জুড়ি মেলা ভার টি-সিরিজের। বর্তমান সময়ের ভারতের বহু জনপ্রিয় শিল্পীই গাইছেন টি-সিরিজের হয়ে। সেই তালিকায় রয়েছেন গুরু রন্ধওয়া, জুবিন নওটিয়াল, হানি সিংহ, পায়েল দেব প্রমুখ। এবার এই তালিকাতেই যুক্ত হলেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত ইয়োহানি।

উল্লেখ্য, ইয়োহানির পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। তার শুরু ইউটিউব দিয়েই। তার প্রথম গান ‘দেভিয়াঙ্গি’। তিনি নিজেই গান লেখেন, সুর করেন। নিজ দেশে র‌্যাপার হিসেবে বেশ খ্যাতি তার। সুর-সংগীতের পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলংকায় তাকে বলা হয় র‌্যাপ কুইন। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেন তাদের সোশাল হ্যান্ডেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ