Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ইউক্রেনের পাশে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১০ এএম

 বার্সেলোনার পর রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সাহায্যার্থে এবার এগিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। সেখানকার বাস্তুহারা নাগরিকদের জন্য ১০ লাখ ইউরো অনুদান দিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। গতপরশু রাতে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বুধবার বিষয়টি জানিয়েছে রিয়াল।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা স¤প্রতি ইউক্রেনের শিশুদের সহায়তার জন্য ১০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছে। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের মাধ্যমে সমপরিমাণ অর্থ প্রদান করল রিয়াল। বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন কর্তৃক গঠিত ‘ইউক্রেনের পাশে সবাই’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের অনুদানের অর্থ রেড ক্রস এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের হাই কমিশনারের কাছে যাবে। রিয়াল আরও জানিয়েছে, গত ৫ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি যতদিন সাহায্য প্রয়োজন হবে ততদিন চালিয়ে যাবে তারা।
গত ২৪ ফেব্রæয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্র পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। জাতিসংঘ (ইউএন) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ৩০ লাখ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ