মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মস্কো-ভিত্তিক ক্যাসপারস্কি ল্যাবের তৈরি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহারকারীদের সতর্ক করল জার্মানির সাইবার নিরাপত্তা সংস্থা। জার্মান সংস্থার তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করলে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়বে।
জার্মান সংস্থাটি বলেছে যে রাশিয়া ভিত্তিক সাইবার-নিরাপত্তা সংস্থাটিকে রাশিয়ান সরকারী এজেন্টরা ব্যবহার করতে পারে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বিদেশে আইটি সিস্টেম হ্যাক করতে ক্যাসপারস্কি ব্যবহার করতে পারে রাশিয়ান এজেন্টরা। তাছাড়া এজেন্টরা গোপনে এর প্রযুক্তি ব্যবহার করে সাইবার আক্রমণও শুরু করতে পারে বলে জানিয়েছে জার্মান সংস্থা।
ক্যাসপারস্কি একটি বিবৃতিতে বলেছে যে তারা ব্যক্তিগতভাবে পরিচালিত কোম্পানি। তাদের সাথে রাশিয়ান সরকারের কোনও সম্পর্ক নেই। সংস্থার তরফে আরও বলা হয়েছে যে জার্মান সংস্থা বিএসআইয়ের সতর্কবার্তাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। বিষয়টি স্পষ্ট করার জন্য বিএসআই-এর সাথে যোগাযোগ করা হয়েছে ক্যাসপারস্কির তরফে। উল্লেখ্য, ক্যাসপারস্কি সফটওয়্যার বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার। বহু অফিসেই এই অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করা হয়। সূত্র : টেক গ্যাজেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।