মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসছে আসানি
ভারত মহাসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘ‚র্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে। বুধবার ভারতীয় আবহাওয়া দপ্তর এ পূর্বাভাস দিয়েছে। নিম্নচাপটি ঘ‚র্ণিঝড়ে রূপ নিলে এর নাম ‘আসানি’ দেওয়া হবে। ২১শে মার্চ এটি ঘ‚র্ণিঝড়ে রূপ নিয়ে ২২শে মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩শে মার্চ সকালে এটি মিয়ানমারের উত্তরাঞ্চলে পৌঁছে যাবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকতে পারে। এনডিটিভি।
মর্গে জায়গা নেই
লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না হংকংয়ের হাসপাতালগুলোর মর্গে। ওমিক্রনের সংক্রমণের কারণে নগরীতে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বুধবার জানিয়েছে বার্তা সংস্থা। গত তিন মাস ধরে হংকংয়ে ওমিক্রনের সংক্রমণ বেড়ে চলছে। চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণে মারা গেছে চার হাজার ৬০০ এর বেশি মানুষ। এদের অধিকাংশই নগরীর বয়স্ক ব্যক্তি যারা টিকা নেয়নি। এএফপি।
স্পষ্টতই অস্থির
বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইন লংঘনের জন্য রাশিয়ার নিন্দা করেছে এবং ইউক্রেন থেকে অবিলম্বে সম্প‚র্ণ এবং নিঃশর্তভাবে তার সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে। ভারতও অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহŸান জানিয়ে বলেছে, আঞ্চলিক অখÐতাকে সম্মান করা উচিত এবং আলাপ-আলোচনার মাধ্যমে সব দ্ব›েদ্বর সমাধান করা উচিত। যদিও ইউক্রেন ভারত থেকে ৫,২৪০ কিলোমিটার দূরে, তা সত্তে¡ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ইউক্রেন আক্রমনের পর থেকে রাজনৈতিক উত্তাপ অনুভব করছে ভারত। রাশিয়া এবং ন্যাটোর মধ্যে এই টানাপোড়েনে নয়াদিল্লি স্পষ্টতই অস্থির। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।