Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ৬:৪৪ পিএম | আপডেট : ৮:১৮ পিএম, ১৭ মার্চ, ২০২২

একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবার আহবান জানান নাট্যপরিচালক ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আইপিডিআই ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক হৃদরোগ বিষয়ক সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে সমগ্র বাঙালি জাতির মধ্যে জাতিগত ঐক্য নির্মাণ এবং একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সফল নেতৃত্ব দেওয়ায় বঙ্গবন্ধু বাঙালির স্মৃতিতে চিরকাল অমর হয়ে থাকবেন। একটি বুদ্ধিবৃত্তিক সচেতন জাতি নির্মাণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের সঠিক বিশ্লেষণের বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের দেশেও বঙ্গবন্ধুচর্চা ও গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে— এমন আশা ব্যক্ত করেন তিনি। আইপিডিআই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযোদ্ধা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এইচ আই লুৎফুর রহমান এবং মুক্তিযোদ্ধা কবি ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজির আহমেদ চৌধুরী কে বিশেষ মুক্তিযোদ্ধা সন্মামনা প্রদান করা হয়। সন্মানিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাদের যোগদান এবং যুদ্ধকালীন বিভিন্ন ঘটনার স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে গান, নাচ ও কবিতা পরিবেশন করা হয়। আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে জানান, হেলদি হার্ট হ্যাপি লাইফ অরগানাইজেশন (হেলো)-এর সহযোগী সংগঠন আইপিডিআই ফাউন্ডেশন বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাগত উন্নয়নে প্রশিক্ষন ও গবেষণার কাজ করে আসছে। সাধারণ মানুষের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা ও গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ লাভ করায় সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১-২০৪১ পরিকল্পনা বাস্তবায়নে হেলো- আইপিডিআই ফাউন্ডেশন কাজ করে যাবে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ