মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার ইসরাইলে করোনাভাইরাসের নতুন এক প্রজাতির সন্ধান পাওয়া গেছে। দেশটিতে যাওয়া দুইজন ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির করোনা ভাইরাস। ওমিক্রনের দুইটি সাব-ভ্যারিয়েন্ট মিলে তৈরি হয়েছে নতুন এ প্রজাতি।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রন ভাইরাসের দুইটি সাব-ভ্যারিয়েন্ট মিলে এই নতুন প্রজাতির ভাইরাস তৈরি হয়েছে। এই দুই সাব-ভ্যারিয়েন্টের নাম বিএ.১ ও বিএ.২। এভাবে দুইটি প্রজাতি বা ভ্যারিয়েন্ট মিলে নতুন প্রজাতি হওয়ার ঘটনা আগেও ঘটেছে। ডেল্টা এবং ওমিক্রন মিলে ডেল্টাক্রন প্রজাতির ভাইরাস হয়েছে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে, জ্বর, মাথাব্যথা, পেশীতে টান। এখনো পর্যন্ত বিশেষ কোনো উপসর্গ ওই দুই রোগীর শরীরে দেখা যায়নি।
ইসরাইলের কোভিড রেসপন্স টিমের প্রধান সলমন জারকা বলেছেন, ''এই পর্যায়ে আমরা উদ্বিগ্ন নই। মনে হচ্ছে না, এর ফলে কেউ গুরুতর অসুস্থ হবেন।'' ফলে তিনি মানুষকে আতঙ্কিত না হতে বলেছেন। গত জানুয়ারিতে ইসরাইলে কোভিড ১৯ এবং ইনফ্লুয়েঞ্জা মিলিত হয়ে ফ্লোরোনায় একজন আক্রান্ত হন। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।