Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামাইকে নিয়ে গ্রামে ঘুরে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১২:২৬ এএম

গাধার পিঠে বসিয়ে পুরো গ্রামে জামাইকে চক্কর দিতে হয়। বিয়ের পর প্রথম হোলি বা দোল উৎসবে জামাইকে গাধার পিঠে বসা বাধ্যতামূলক। ভারতের মহারাষ্ট্রে এই বিশেষ দিনে গাধার পিঠে জামাইকে বসিয়ে গ্রাম ঘুরানোর নিয়মও পালন করা হয়।
সম্প্রতি এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এমন আজব নিয়ম শুনে নেটদুনিয়ার সকলেই হতবাক। নতুন জামাইকে তার প্রথম হোলিতে গাধার পিঠে বসিয়ে ঘুরানো হয়।
রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের বীড় গ্রামে প্রায় নব্বই বছর ধরে চলে আসছে এই অবাক করা নিয়ম। সেই নিয়ম অনুযায়ী গ্রামের কোনও নতুন জামাইকে গাধার পিঠে বসিয়ে গ্রাম ঘুরাতে প্রায় তিনদিন সময় লাগে।
সবচেয়ে অবাক ব্যাপার হল নতুন জামাইকে গাধার পিঠে বসিয়ে পুরো গ্রাম ঘুরানো হয় হোলির মধ্যেই। এর জন্য গ্রামের জামাইরা হোলির আগেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এর জন্য তাদের পাহারা দিয়ে রাখা হয়। এমন অবাক করা নিয়ম নজর কেড়েছে নেটদুনিয়ার।
রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের বীড় গ্রামে এই পরম্পরা চলে আসছে অনেক আগে থেকেই। সেই সময় গাধাকে ফুল দিয়ে সাজানো হয়। হোলির মধ্যে সবাই মেতে ওঠে আনন্দে। কিন্তু, তার মধ্যে কাউকে যদি গাধার পিঠে বসিয়ে গ্রাম ঘুরানো হয়, তাহলে তার অবস্থা কেমন হবে তা সহজেই বোঝা যাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ