Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক পিতার রুদ্ধশ্বাস লড়াই!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১২:০২ এএম

সন্তানের উপর ঝাপিয়ে পড়ে চিতাবাঘ। সন্তানকে বাঁচাতে নিজের জীবনের দিকে না তাকিয়ে চিতাবাঘের উপর ঝাঁপিয়ে পড়লেন বাবা। গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার নাগরাকাটা বøকের বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বামনডাঙ্গা চা বাগানের বাসিন্দা সুরজ লোহারা ছেলেসহ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা পিছন থেকে হামলা করে চিতাবাঘ। ছেলেকে নিয়ে রাস্তায় ছিটকে পড়েন সুরজ। সেইসময় সুরজের ছেলে অনুষের (৫) উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ছেলের জীবন বাঁচাতে চিতাবাঘের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন সুরজ।
সুরজের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে চিতাবাঘটি চাবাগানেরর ঝোপে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রাতে সুরজকে নিয়ে যাওয়া হয় সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সুরজের কথায়, ‘ছেলেকে বাঁচাতেই চিতাবাঘের সঙ্গে লড়াই করেছি।’ সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ