Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত বছরের রবির মুনাফা ১৮০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১২:০২ এএম

মুনাফা নিয়ে ২০২১ শেষ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। বছরটিতে কর পরবর্তী মুনাফা ১৮০ কোটি টাকা। যা ২০২০ সালের তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বেশি। তবে কাক্সিক্ষত প্রবৃদ্ধিতে ২ শতাংশ ন্যূনতম করপোরেট করকে এখনো বড় বাধা মনে করছে অপারেটরটি। গতকাল বুধবার ভার্চুয়ালি ২০২১ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে রবি।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালে রবির মোট গ্রাহকের ৭৩ দশমিক ৭ শতাংশই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী। আগের বছরের তুলনায় ২০২১ সালে প্রতি মাসে গ্রাহক প্রতি ডাটা ব্যবহারের পরিমাণ ৪১ দশমিক ১ শতাংশ বেড়েছে। রবি’র ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৪জিবি ডাটা ব্যবহার করেছেন। ২০২১ সালে রবি’র গ্রাহক সংখ্যা ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৭ লাখে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৭ শতাংশ। ডাটা গ্রাহক সংখ্যা ১২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৯৬ লাখে পৌঁছেছে এবং ফোরজি গ্রাহক সংখ্যা ৪৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৩৮ লাখে পৌঁছেছে।
২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ২ হাজার ৪৬ কোটি টাকাসহ বছর শেষে রবি’র মোট আয় ৮ হাজার ১৪২ কোটি টাকা। আয় বৃদ্ধির হার ৭ দশমিক ৬ শতাংশ। ভয়েস সেবায় রবি’র আয় বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ডাটা সেবায় ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আয় বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ৪৯৯ কোটি টাকা মূলধনী বিনিয়োগসহ বছর শেষে রবি’র মূলধনী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৪ কোটি টাকায়। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ১৩ কোটি টাকা কর পরবর্তী (পিএটি) মুনাফাসহ ১৮০ কোটি টাকা পিএটি নিয়ে বছর শেষ করে রবি ।
২০২১ সালের চতুর্থ প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ২০৫ কোটি টাকা, যা ওই প্রান্তিকের মোট আয়ের ৫৮ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ২০২১ সালে রাষ্ট্রীয় কোষাগারে মোট ৪ হাজার ৫৭৫ কোটি টাকা জমা দিয়েছে রবি যা ওই বছরের মোট আয়ের ৫৬ দশমিক ২ শতাংশ।
২০২১ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ০২ টাকা এবং পুরো বছরের ইপিএস ছিল দশমিক ৩৪ টাকা, যা ২০২০ সালের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি। রবির পরিচালনা পর্ষদ ২% হারে চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে (অর্থাৎ শেয়ার প্রতি ০.২০ টাকা)। ###



 

Show all comments
  • shorif ১৭ মার্চ, ২০২২, ৯:৪৯ এএম says : 0
    Robir 2% divident kata ghaye nuner chhita.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ