Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সস্তায় রাশিয়ার তেল কেনার আগে আরও ভাবুন

ভারতকে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

রাশিয়া থেকে ভারত সস্তায় তেল কিনতে পারে— এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ‘মিত্র’ দেশটিকে বিষয়টি ২ বার ভেবে দেখার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন মতে, হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি নয়াদিল্লিকে রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা না করার অনুরোধ করেছেন। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এমনটি করা হলে মস্কোর নেতারা ‘উৎসাহ’ পাবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, ভারতের কর্মকর্তারা ‘রাশিয়া বেশ কম দামে তেলসহ অন্যান্য পণ্য কেনার প্রস্তাব দিয়েছে’ উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রস্তাবটি গ্রহণ করতে পারলে নয়াদিল্লি ‘খুশি’ হবে।
জেন সাকি গণমাধ্যমকে বলেন, ‘সব দেশের প্রতি আমাদের বার্তা—নিষেধাজ্ঞা মেনে চলুন।’ তিনি মনে করেন, এ সময়ের ইতিহাস বইয়ে লেখা হবে কে কোন দিকে অবস্থান নিচ্ছে। ‘রুশ নেতাদের সমর্থন দিলে আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়া হবে। নিশ্চিতভাবে এর ফলাফল হবে ভয়াবহ,’ যোগ করেন সাকি।
আরটির প্রতিবেদনে আরো বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে—ভারত ও রাশিয়া নিজেদের মুদ্রা রুপি ও রুবলের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে কাজ করছে। বর্তমানে ভারত তার আমদানিকৃত তেলের প্রায় ৩ শতাংশ রাশিয়া থেকে নেয়। নিজ দেশে তেলের ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় রাশিয়া থেকে কম দামে তেল কেনার প্রস্তাবকে নয়াদিল্লি বেশ আকর্ষণীয় বলে মনে করছে। সূত্র : আরটি।



 

Show all comments
  • Nazmul Hossain Molla ১৭ মার্চ, ২০২২, ৬:১৪ এএম says : 0
    ভারতের উচিত নিজস্ব পরিচয় বানানো, তাদের সেই সক্ষমতা আছে যদি তারা শুধু ভারতীয় হিসেবে জেগে উঠে (হিন্দু মুসলিম ভাগ হলে কোনকালেই নিজস্ব পরিচয় সম্ভব না বরং বিপদ আরো বাড়বে)। আসলে দুই দিকে থাকলে সাময়িক ভালো থাকা যায় কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। এখন ভারতের সাথে যারা কাছাকাছি আছে সব দেশই কনফিউজড।
    Total Reply(0) Reply
  • Mahabubur Rahman Mahbub ১৭ মার্চ, ২০২২, ৬:১৫ এএম says : 0
    কোনো ভাবার সময় নাই, আমরাও রাশিয়া থেকে সস্তায় তেল কিনবো!
    Total Reply(0) Reply
  • Partha Pratim Das ১৭ মার্চ, ২০২২, ৬:১৫ এএম says : 0
    USA trying to threat every nation, are all nations slave to USA.
    Total Reply(0) Reply
  • Mahbub Shohag ১৭ মার্চ, ২০২২, ৬:১৫ এএম says : 0
    আমাদেরও উচিত রাশিয়া থেকে কম মূল্যে তেল, গ্যাস ও গম কেনা৷ আর যুক্তরাষ্ট্রকে জিএসপি ও রহিঙ্গা ইস্যুতে কাজ করতে বলা৷
    Total Reply(0) Reply
  • AH Kanak ১৭ মার্চ, ২০২২, ৬:১৫ এএম says : 0
    মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ইরানের কাছ থেকেও সস্তায় তেল কিনে চীন-ভারত। সব দেশেরই উচিত জনগণের জন্য কম মূল্যের উৎস থেকে প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ