Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জিনপিংয়ের ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৬:১৮ পিএম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আজ (বুধবার) এক ফোনালাপে মিলিত হন।

ফোনালাপে প্রেসিডেন্ট শি বলেন, চীন ও ইন্দোনেশিয়া উন্নয়নশীল দেশ ও নতুন অর্থনৈতিক সত্তা। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দু’দেশকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে এবং পারস্পরিক রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে হবে। চীন ইন্দোনেশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক।

শি জিনপিং আরও বলেন, দু’দেশকে কোভিড-১৯ টিকা খাতে ও মহামারী প্রতিরোধে সহযোগিতা জোরদার করতে হবে। জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথের নির্মাণকাজ সময়মতো শেষ করতে দু’দেশকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি, দু’দেশকে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার করতে হবে।

এসময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সফলভাবে শেষ হওয়ায় চীনকে অভিনন্দন জানিয়ে বলেন, তার দেশ চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে চায়। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ