মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটিকে স্বীকার করতে হবে যে তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না।
তিনি যুক্তরাজ্যের নেতৃত্বাধীন যৌথ অভিযান বাহিনীর সদস্য দেশগুলোর নেতাদের সাথে এক বৈঠকে বলেন, ‘এটা স্পষ্ট যে, ইউক্রেন একটি ন্যাটো সদস্য নয়। আমরা স্বীকার করি, আমরা বিবেকবান মানুষ’। ‘আমরা বহু বছর ধরে কথিত দরজা খোলার কথা শুনেছি, কিন্তু আমরা এটাও শুনেছি যে, আমরা যোগ দিতে পারব না। এটি সত্য এবং এটি স্বীকার করা দরকার’।
২০১৪ সালে প্রতিষ্ঠিত যৌথ অভিযান বাহিনী একটি নিয়মিত বাহিনী নয়। সদস্য দেশগুলো (যার মধ্যে ডেনমার্ক, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এবং এস্তোনিয়াও রয়েছে) মাঝে মাঝে যৌথ সামরিক মহড়া করে। সূত্র : তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।