Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই এরিকসেন এবার জাতীয় দলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০২ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফেরার পর ক্রিস্তিয়ান এরিকসেনের থমকে যাওয়া ক্যারিয়ার আগেই পেয়েছে নতুন মাত্রা। নতুন ক্লাবে যোগ দিয়ে এরই মধ্যে খেলে ফেলেছেন প্রতিযোগিতাম‚লক ম্যাচ। এবার জাতীয় দলেও ফিরলেন ডেনমার্কের এই মিডফিল্ডার। চলতি মাসের শেষ দিকে নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য এরিকসেনকে নিয়ে গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ডেনমার্ক কোচ কাসপের হিউমান্দ।
গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হৃদরোগে আক্রান্ত হবার পর তার শরীরে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়। পরবর্তীতে সুস্থ হয়ে টুকটাক অনুশীলন শুরু করেন এরিকসেন। গত আগস্টে তার আগের ক্লাব ইন্টার মিলানেও ফেরেন তিনি। কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, শরীরে ইলেকট্রনিক ডিভাইস থাকায় ইতালিতে তিনি খেলতে পারবেন না। পরে গত ডিসেম্বরে তাকে ছেড়ে দেয় ইন্টার। সাত মাসের ঘটনাবহুল জীবন ও ক্যারিয়ারে অনেক বাধা টপকে জানুয়ারির দলবদলের শেষ দিন ‘ফ্রি এজেন্ট’ হিসেবে মৌসুমের বাকি অংশের জন্য ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দেন এরিকসেন। দলটির হয়ে প্রথমে প্রীতি ম্যাচ এবং গত মাসের শেষ দিকে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে মূল ঘরানার লড়াইয়ে ফেরেন তিনি। ৩০ বছর বয়সী এই ফুটবলার এবার ডাক পেলেন জাতীয় দলেও। এর মধ্যে আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তার দেশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ