Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনজেমা-ভিনিতে উড়ন্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:০২ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে বিদায় করে দেওয়ার ম্যাচে করিম বেনজেমা পেয়েছিলেন ইতিহাসগড়া হ্যাটট্রিকের দেখা। সঙ্গে জুটি হিসেবে দ্যুতি ছড়িয়েছিলেন ভিনিসিউস জুনিয়রও। সেই একই ধারা চলছে স্প্যানিশ লা লিগাতেও। এই জুটির দুর্দান্ত মেলবন্ধনে মায়োর্কাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
গতপরশেু রাতে প্রতিপক্ষের মাঠে ম্য্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বেনজেমার পাস থেকে গোল করেন ভিনিসিউস। ৭৭তম মিনিটে এই ভিনিসিউসই ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। পাঁচ মিনিট পরই দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড। এই জয়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।
একই রাতে মুদ্রার উল্টো পিঠ দেখেছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। কোনো দলই পায়নি জালের দেখা। দুই জয়ের পর ড্র করল সিটি। চলতি আসরে এরই মধ্যে চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল সিটিজেনরা।
টেবিলের শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান কমার সম্ভাবনা তৈরি হয়েছে। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা পয়েন্ট ৬৬ লিভারপুলের। ১৩ ম্যাচ ড্র করা ক্রিস্টাল ৩৩ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। জয়ের পথে থাকতে না পারলেও সিটিকে রুখে লিগ শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ