মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞায় ভুক্তভোগী হতে চায় না তার দেশ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে টেলিফোন আলাপে এই মনোভাব প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার ওই ফোনালাপ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এতে বলা হয়েছে, ওয়াং ই বলেছেন, ‘চীন সংকটের কোনও পক্ষ নয়, এখনও নিষেধাজ্ঞায় কম আক্রান্ত হতে চায়।’ চীন নীতিগতভাবে নিষেধাজ্ঞার বিরোধী জানিয়ে ওয়াং ই বলেন, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থের রক্ষাকবচ নিশ্চিতের অধিকার বেইজিংয়ের রয়েছে।
এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেস টুইট বার্তায় লিখেছেন, ‘আমি আমার চীনা কাউন্টারপার্ট ওয়াং ই’র সঙ্গে ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়ে এবং এর অবসানের উপায় নিয়ে আলোচনা করেছি।’ ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার ওপর একাধিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হতে থাকা রাশিয়ার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে চীনের ওপরও চাপ বাড়ছে। এমন সময়ে ওই ফোনালাপটি প্রকাশ করা হয়েছে।
তবে ওই ফোনালাপে স¤প্রতি প্রকাশিত খবরের কোনও উল্লেখ করা হয়নি। এই প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর চীনের কাছে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা কামনা করে রাশিয়া। তবে ওই প্রতিবেদন আগেই অস্বীকার করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সূত্র : আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।