Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ যুদ্ধে কেউ জিতবে না, সবাই হারবে : জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১২:১০ এএম

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, শেষ পর্যন্ত যাই হোক না কেন, এ যুদ্ধে কেউ জিতবে না সবাই হারবে। গত সোমবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ইউক্রেন আগুনে পুড়ছে। বিশ্বের চোখের সামনে দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। নারী- শিশুসহ অগণিত নিরপরাধ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, রুশ বাহিনীর হামলায় রাস্তা, বিমানবন্দর, স্কুলগুলো ধ্বংসস্ত‚পে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে, অন্তত ২৪টি স্বাস্থ্যকেন্দ্রে হামলার করা হয়েছে। কয়েক লাখ মানুষ পানি-বিদ্যুৎহীন।

প্রতি ঘণ্টায় শুধু দুটি বিষয় পরিষ্কার হচ্ছে। প্রথমত পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দ্বিতীয়ত, শেষ পর্যন্ত যাই হোক না কেন, এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না, শুধু পরাজিত হবে, যোগ করেন তিনি। গুতেরেস জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করছেন এমন বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন। তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান জাতিসংঘ মহাসচিব। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে গুতেরেস এ পর্যন্ত পুতিনের সঙ্গে কথা বলেননি। নো-ফ্লাই জোন সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি তার সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, এটি ঝুঁকি বাড়াবে, যা বিশ্বব্যাপী সংঘাত তৈরি করতে পারে। আমি মনে করি আমাদের বিচক্ষণ হওয়া দরকার। এমনকি আমি যদি ইউক্রেনীয় সরকারের আবেদন বুঝতেও পারি, আমাদের সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ