Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বঙ্গমাতা স্কোয়াশের ট্রফি উম্মোচন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৮:৫৬ পিএম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে এক সঙ্গে দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন। ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত চিটাগাং ক্লাবে ও বিকেএসপি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এ উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। এ সময় পৃষ্ঠপোষক এসএ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজাদ আরেফিন আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত ও মিশরের সেরা ৪৪ জন খেলোয়াড় অংশ নেবেন। যার মধ্যে পুরুষ বিভাগে ৩২ জন এবং নারী বিভাগে ১২ জন খেলোয়াড় রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ