নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জিবিকে স্টেডিয়ামে বাংলাদেশ শুরুতে পিছিয়ে থেকেও ৬-২ গোলে হারায় ইরানিদের। বিজয়ী দলের হয়ে আশরাফুল ইসলাম তিনটি এবং খোরশেদুর রহমান, রোমান সরকার ও মিলন হোসেন একটি করে গোল করেন। ইরানের পক্ষে দু’গোল করেন যথাক্রমে মোহাম্মদ আলী সালেহপুরি ও নাভিদ তাহেরিরাদ। ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় ইরান (১-০)। ৯ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে সমতা আনেন বাংলাদেশের আশরাফুল (১-১)। এরপর টানা পাঁচটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজরা। ২৯ মিনিটে আশরাফুল পিসি থেকে গোল করে দলকে এগিয়ে নেন (২-১)। ম্যাচের ৩৪ মিনিটে পিসি থেকে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন খোরশেদ (৩-১)। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৩৬ মিনিটে মিলন ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান (৪-১)। ম্যাচের ৩৯ মিনিটে পিসি থেকে আশরাফুল নিজের তৃতীয় ও দলের পঞ্চম গোলটি করেন (৫-১)। দুই মিনিট পর ইরানি অধিনায়ক নাভিদ ফিল্ড গোল করে ব্যবধান একটু কমালেও বড় হার ঠেকাতে পারেননি (২-৫)। ম্যাচের ৫৩ মিনিটে রোমান সরকার পিসি থেকে গোল করলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের (৬-২)। তিন গোল করে ম্যাচসেরা হন আশরাফুল ইসলাম।
টুর্নামেন্টের তিন ম্যাচে এটা লাল-সবুজদের টানা তৃতীয় জয়। এই জয়ে শেষ চারের টিকিট পেল তারা। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।