গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর দ্বি বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত নগরীর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আটাব নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমের নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান হচ্ছেন তৌফিক উদ্দিন আহমেদ। আর প্রতিপক্ষ আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান হচ্ছেন এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব। আটাব নির্বাচন বোর্ড চেয়ারম্যান মাওলানা ইয়াকুব শরাফতী গতকাল ইনকিলাবকে বলেন, আটাব নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আটাবের ২২শ’৬৮ জন সদস্য তাদের পছন্দের ২৯ জন প্রার্থীকে ভোট দিবেন।
আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান তৌফিক উদ্দিন আহমেদ বলেন, ভোটাররা দুর্নীতিমুক্ত আটাব প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের নির্বাচনে সম্মিলিত ফোরামকে পূর্ণ প্যানেলে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তার প্যানেল বিজয়ী হলে বিদেশগামী কর্মীদের টিকিটের উচ্চ মূল্য সহনীয় পর্যায়ে কমিয়ে আনাসহ সদস্যদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন। আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব তার প্যানেল বিজয়ী হলে সিন্ডিকেটমুক্ত টিকিক বিক্রি নিশ্চিতসহ সদস্যদের সার্বিক উন্নয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।