Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা ই আলিয়ার ক্যাম্পাসে নয়, অন্যত্র শিক্ষা অধিদপ্তর নির্মাণ করুন

স্বারকলিপি পেশকালে প্রাক্তন ছাত্রবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৭:০৬ পিএম

সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার ক্যাম্পাসে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এর ভবন নির্মাণ না করে অন্য কোন যায়গায় শিক্ষা অধিদপ্তর ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক মাওলানা আজিজুল হক মুরাদের নেতৃত্বে নগরীর বেইলী রোডস্থ মাদরাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের বরাবরে দেয়া স্বারকলিপি প্রদান কালে এ আহ্বান জানানো হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ আবু নঈম। সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সুরুজুজ্জামান, মাওলানা আমিমুল এহসান খান শাহীন, সদস্য মাওলানা আমিনুল ইসলাম খান ও শহিদুল ইসলাম কবির।

স্বারকলিপি গ্রহণ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ আবু নঈম বলেন, আপনাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা যথার্থভাবে উপস্থাপন করবো। সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দ স্বারকলিপি গ্রহণ করায় ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ