Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে ধর্মঘটের কারণে কয়েকশ ফ্লাইট বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৫:০৫ পিএম

সোমবার জার্মানির ছয়টি বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করেছেন৷ ঘণ্টায় অন্তত এক ইউরো বেতন বৃদ্ধির দাবিতে তারা এ ধর্মঘট করছেন৷ মঙ্গলবারও দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট চলছে৷ এ কারণে সকালের অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে৷

শ্রমিক সংগঠন ভ্যার্দির এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দুইটা থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ধর্মঘট শুরু হয়েছে৷ পণ্য ও যাত্রী পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করছেন৷ জরুরি ট্রানজিট কর্মীরা ধর্মঘটে যুক্ত হননি৷ ফলে ট্রানজিট যাত্রীরা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ব্যবহার করতে পারছেন৷

শ্রমিক সংগঠন ভ্যার্দি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বেতন আগামী ১২ মাসের জন্য ঘণ্টায় অন্তত এক ইউরো করে বাড়ানোর দাবি জানিয়েছে৷ এ লক্ষ্যে এভিয়েশন সেফটি কোম্পানিগুলোর সংগঠন বিডিএলএস এর সঙ্গে তিন দফা আলোচনা করেছে ভ্যার্দি৷ বুধ ও বৃহস্পতিবার আরো আলোচনা হওয়ার কথা রয়েছে৷

হামবুর্গ, স্টুটগার্ট ও কার্লসরুয়ে/বাডেন-বাডেন বিমানবন্দরেও ধর্মঘট হওয়ার কথা রয়েছে৷ জার্মানির দ্বিতীয় বৃহত্তম মিউনিখ বিমানবন্দরে সোমবার বিকাল থেকে ধর্মঘট চলছে৷ এর আগে সোমবার ড্যুসেলডর্ফ, কোলন/বন ও বার্লিনসহ ছয়টি বিমানবন্দরে ধর্মঘটের কারণে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়৷ সূত্র: ডয়চে ভেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ