Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিভাজনে মোদির রাজনীতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

উত্তরপ্রদেশে বিজেপির জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনটাই মনে করেন কংগ্রেস নেতা শশী থারুর। আমরা আশা করিনি এতটা ব্যবধানে নির্বাচন জিতবে তার দল। কিন্তু জিতল!
মোদির প্রশংসা করলেও সমালোচনা করতে ছাড়েননি শশী। তার কথায়, মোদির রাজনীতি ভারতের সমাজে বিভাজন সৃষ্টি করছে। রাজনৈতিক এবং ধর্মীয় দিক থেকে। মোদির কিছু রাজনৈতিক পদক্ষেপের জেরে সমাজ দূষিত হচ্ছে। কংগ্রেস নেতার বক্তব্য, ‘আজ হয়তো বিজেপি যা চাইছে, তা পেয়ে যাচ্ছে। কিন্তু সব সময়ে এমনটা হবে না।’
‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’-এ সাহিত্য থেকে সমাজ-নীতি, নানা বিষয়ের আলোচনা সভায় যোগ দিয়ে শশী থারুর ওইসব কথা বলেন।
বিজেপির সমস্ত রাজনৈতিক পদক্ষেপই কি কাজের? তাতেই কি মেলে সাফল্য? সতর্ক শশী বললেন, ভারতের জনতা সব সময়ে অবাক করতে পারে। যেমন এখন করছে। তবে এখন উত্তরপ্রদেশে বিজেপি ভোট পেয়েছে মানেই আগামী দিন এমন হবে না। বিজেপিকেও এক দিন অবাক হতে হবে। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ