Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুস্টারের পরও পজিটিভ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করোনা পজিটিভ। গত রোববার রাতে তিনি নিজেই টুইট করে সে খবর জানালেন। ওবামা টুইটে বলেছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সামান্য গলা খুশখুশ রয়েছে। তবে আপাতত সুস্থই রয়েছেন তিনি।
ওবামা বর্তমানে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তার বিশেষ উপসর্গ নেই। করোনার অপেক্ষাকৃত কম ক্ষতিকর রূপে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
নিজের শারীরিক অবস্থা জানানোর পাশাপাশি সাবেক ফার্স্ট লেডির কথাও লিখেছেন বারাক ওবামা। তিনি জানিয়েছেন, মিশেল ওবামার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তবে উল্লেখ্য, বারাক এবং মিশেল দু’জনেরই করোনার টিকা নেওয়া ছিল। এমনকী কিছুদিন আগে বুস্টার ডোজও নিয়েছিলেন তারা।
মার্কিন নাগরিকদের করোনা টিকা নিতে উৎসাহিত করতে দেখা গিয়েছিল ওবামা দম্পতিকে। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি। আপনারা যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন, তবে আপনাদের টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। টিকা নিতে উৎসাহিতও করছি। সংক্রমণ যদি কমে গিয়েও থাকে তবুও গাফিলতি করবেন না। তবুও টিকা নিন।’ সূত্র : রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ