Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রুনা লায়লাকে সম্মাননা প্রদান করল সিটি ব্যাংক

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছরপূর্তিতে সম্মাননা প্রদান করেছে সিটি ব্যাংক এন.এ.। সম্প্রতি রেডিসন হোটেলের উৎসব রুমে রুনা তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা হিসেবে ক্রেস্ট, পোট্রেইট ও সম্মানী চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান রুনা লায়লা প্রসঙ্গে বলেন, ‘আজকের রুনা লায়লা একদিনে হয়নি। গানে তার ভিত তৈরি করেই সঙ্গীত জগতে এসেছে। আজ পর্যন্ত একইভাবে রুনা গেয়ে আসছে। এটা সবাই পারে না। রুনা পারছে। রুনার কণ্ঠের গানে এখনো শ্রোতার প্রাণ ভরে যায়। আমি দোয়া করি আরো বহুবছর যেন রুনা এভাবেই গান গেয়ে যেতে পারে।’ সম্মাননা গ্রহণ শেষে রুনা লায়লা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘অনেক ধন্যবাদ সিটি ব্যাংককে। ১৭ নভেম্বর আমার জন্মদিন। জন্মদিনের আগেই জন্মদিনের উপহার পেয়ে ভীষণ ভালো লাগছে। আমার সম্পর্কে আজকের অনুষ্ঠানে অনেক কিছুই তুলে ধরা হয়েছে। বুঝতে বাকি নেই যে অনেক কষ্ট করে এই সংক্ষিপ্ত বিররণী তৈরি করা হয়েছে। কারণ অনেক তথ্য আমারও অজানা ছিল। সিটি ব্যাংকের প্রতি কৃতজ্ঞ, তারা শিল্পীদেরকে যথাযথ সম্মাননা দিচ্ছেন প্রতি বছর। এটা আমাদের জন্য গর্বের বিষয়। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে সিটি ব্যাংক গুণীজন সম্মাননা দিয়ে আসছে। এ পর্যন্ত এ সম্মাননা পেয়েছেন নিলুফার ইয়াসমিন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সানজিদা খাতুন, প্রয়াত সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, শাহনাজ রহমতুল্লাহ, সৈয়দ আব্দুল হাদী ও মিতালী মুখার্জি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুনা লায়লাকে সম্মাননা প্রদান করল সিটি ব্যাংক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ