Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এড শিরানের মত হতে চান রবি উইলিয়ামস

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গায়ক রবি উইলিয়ামসের ক্যারিয়ারের তৃতীয় দশক চলছে অথচ তিনি মনে করেন তার যোগ্যতা বর্তমান প্রজন্মের মিউজিশিয়ানদের মতো নয়। তার ধারণা তিনি ব্রæনো মার্স এবং এড শিরানের মতো এতোটা প্রতিভাবান নন।
উইলিয়ামস জানিয়েছেন শুধু এড শিরান ছিল বলে তিনি তার চলতি অ্যালবামের জন্য ৮০টি গান লিখতে পেরেছেন।
“ব্রæনো মার্স আর এড শিরানকে দিয়ে যে মানের সৃষ্টিশীল কাজ হচ্ছে আমার পক্ষে তা সম্ভব হচ্ছে না। আমি তাদের মত এতোটা দক্ষ নই। আমার আসলে তাদের সমকক্ষ হওয়া দরকার ছিল,” অস্ট্রেলিয়ার একটি নিউজ পোর্টালকে উইলিয়াম্স বলেন।
তিনি আরো বলেন, “শুধু এডের কারণেই আমি এই অ্যালবামের জন্য ৮০টি গান লিখতে পেরেছিলাম। প্রথম অ্যালবামের সময় আমি ১৭টি গান লিখেছিলাম। ‘রিয়েলিটি কিল্ড দ্য ভিডিও স্টার’ লেখার পর সব থেমে যায়, এরপর প্রচুর গাঁজা সেবন করেছি এবং কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করেছি- যদি এগিয়েছে তা ভাল না এগোলে তাও ভাল। আর এখন আমার কাছে সব ঠিক আছে, আমি বুঝতে পারছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এড শিরানের মত হতে চান রবি উইলিয়ামস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ