Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ঢাকা আসছেন সউদী পররাষ্ট্র মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৫:২৫ পিএম

রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা আসছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ।
সউদী রাষ্ট্রদূত জানিয়েছেন, বিভিন্ন খাতে অন্তত ৬শ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা। পাশাপাশি, এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সউদী সরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
উল্লেখ্য, সউদী আরব বাংলাদেশের সবচে বড় শ্রমবাজার। অন্তত ২৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে সেখানে। বর্তমানে দৈনিক ৬/৭ হাজার ভিসা ইস্যু করছে সউদী দূতাবাস। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত ইসা রবিন ইউসুফ আল দাহিলান বলছেন, এদেশ থেকে আরও শ্রমিক নিতে চান তারা। তিনি বলেন, ২০১৬ থেকে এখন পর্যন্ত সবসময় ফ্লাইট চালু ছিল আমাদের। আমরা আরও মানুষ নিতে চাই। সেক্ষেত্রে সউদী নিয়োগকর্তারা চাচ্ছেন দক্ষ আর প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল।
অবশ্য এই জনশক্তিনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে এখন বাংলাদেশে বিনিয়োগের দিকে ঝুকছে রিয়াদ। গ্যাস, সোলার বিদ্যুৎ, রিফাইনারি ছাড়াও ওষুধ, জাহাজ নির্মাণ ও পাট শিল্পে আগ্রহ দেশটির। প্রাথমিকভাবে এ বিনিয়োগের পরিমাণ দাড়াতে পারে ৬শ কোটি ডলারের মত। সউদী রাষ্ট্রদূত বলেন, তরলীকৃত গ্যাস, রিফাইনারি ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী তারা। সব মিলিয়ে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় জায়গা এ দেশ, এমন মন্তব্যেও করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন তিনি। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত জানান, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কারণে গত পাঁচ বছরে নতুন উচ্চতায় আমাদের সম্পর্ক। এটা আরও জোরদার হবে। বিশ্ব ফোরামে আমরা অনেক ইস্যুতে একমত হয়ে কাজ করি। এই সফরেও অন্তত তিনটি সমঝোতা বা চুক্তি সই হতে যাচ্ছে।
বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সউদী আরব। সেক্ষেত্রে দেশটির জেনারেল মিলিটারি কোম্পানির উৎপাদিত সামরিক সরঞ্জাম বেচার প্রস্তাব থাকছে এবারের সফরে। রাষ্ট্রদূত জানান, এবার অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়েও আলোচনা হবে। দুদিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সউদী পররাষ্ট্র মন্ত্রী। সূত্র : ইউএনবি



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৪ মার্চ, ২০২২, ৭:২৩ পিএম says : 0
    বাংলাদেশে সৌদির বিনিয়োগ বাংলাদেশ বিশ্বের মাঝে মর্যাদা সম্মানজনক অবস্থানে।রাষ্ট্রের নির্বাহী প্রধান বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন দক্ষিণ এশিয়ার ভীষনারি লিডারশিপে ও ক‍্যারিশম‍্যাটিক নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি বিশালাকার দেশে উন্নয়ন অগ্রগতি নব দিগন্তের সুচনা হয়েছে। মধ্যপ্রার্চের বিশাল শ্রমবাজার সৌদি সরকারের আন্তরিকতা বাংলাদেশের জন্যে সম্মান ও মর্যাদার। দেশ এগিয়ে যাবে এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে বাংলাদেশ হোক অর্থনৈতিক পরাশক্তি সার্বভৌমত্বের নিরাপত্তা ব্যবস্থায় ইসলামী ঐক্যজোট ওআইসি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের মাধ্যমে বিশ্বের দেশে দেশে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের সম্মান মর্যাদা বেড়েছে। সৌদি সরকারের পরারাষ্ট্রমন্ত্রী কে স্বাগতম।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৪ মার্চ, ২০২২, ৭:৫২ পিএম says : 0
    ইয়া মারহাবা ইয়া মারহাবা আহলেন সাহলেন ইয়া সেখ পদজল ইয়া সেখ ইয়া মারহাবা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ