Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন যুদ্ধ : আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে চীন-যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৪:২৪ পিএম

চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রোমে আজ সোমবার ইউক্রেনে যুদ্ধ নিয়ে বৈঠকে বসবেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে- ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে চীন কোনো সহযোগিতা করলে দেশটিকে এর জন্য ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন রোববার এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রধান কুটনীতিক ইয়াঙ জিয়েচি দুদেশের চলমান প্রতিযোগিতার বিষয়ে এবং ইউক্রেনে রাশিয়ার হামলার আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রভাব নিয়ে আলোচনা করবেন।
ইউক্রেনে রুশ হামলার সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তবে, বেইজিং পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা করেছে এবং এ কারণে রুশ ইউক্রেন পরিস্থিতি সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে।
সুলিভান জানান, রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে চীন মস্কোকে কোনো ধরনের সহায়তা করছে কি না, হোয়াইট হাউস তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমরা কোনো দেশকে রাশিয়াকে সহায়তার সুযোগ দেব না।’
তবে, গত সপ্তাহে বেইজিং বলেছে, রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্ব ইস্পাতের মতো কঠিন। দেশটি একই সঙ্গে যুদ্ধ অবসানে মধ্যস্থতায় সহায়তারও আগ্রহ প্রকাশ করেছে। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ