Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে জলবায়ুর পক্ষে কয়েক হাজার মানুষ মিছিল করেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১০:৩৯ পিএম

ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে জলবায়ু সংকটের বিষয়ে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানাতে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছে।

বিক্ষোভকারীরা তাদের বার্তায় পৃথিবীর সুরক্ষার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।
সাম্প্রতিক জরিপে অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত নির্বাচনী প্রচারণার মিডিয়া কভারেজে জলবায়ু সংকট বিষয়ে আলোচনায় স্থান পেয়েছে মাত্র ১.৫ শতাংশ।

বিক্ষোভের আয়োজকরা জানান, প্যারিসে ৩২ হাজারসহ সারা দেশে ৮০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মাত্র ৪০ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে, যাদের ১১ হাজার রাজধানীতে বিক্ষোভে অংশ নিয়েছে।

উত্তরাঞ্চলীয় লিল নগরীর বাসিন্দা ও আন্দোলনকর্মী লিডি ল্যাম্পিন বার্নান্ড জলবায়ু সংকটকে অত্যন্ত খারাপ বলে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, আমাদের সন্তানদের জন্য রেখে যাওয়া ভূমি রক্ষা করতে হবে। কিন্তু রাজনীতিবিদরা এখনও পর্যন্ত দেখাননি যে, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ