Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সামাজিক অবক্ষয় মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই’

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

বিনোদন ও শরীরচর্চার পাশাপাশি তরুণ, যুবক ও ছাত্রসমাজকে মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও অবক্ষয় থেকে মুক্ত করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আমিরাবাদের কৃতি সন্তান, লন্ডনপ্রবাসী, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ।
গত শনিবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দোহাজারী আবাহনী ক্রীড়াচক্র ও পটিয়া উপজেলা ফুটবল একাডেমির মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের উপস্থিতিতে আধুনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন।
বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা আবদুল গনি সম্রাট ও লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার শামসুল ইসলাম।
খেলায় অসামান্য নৈপুণ্য দেখিয়ে পটিয়া উপজেলা ফুটবল একাডেমিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় লাভ করে দোহাজারী আবাহনী ক্রীড়াচক্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সামাজিক অবক্ষয় মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ