মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টিকা নেননি এমন কর্মীদেরও ২৮ মার্চ থেকে কাজে ফেরার অনুমতি দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। সংস্থাটি জানায়, নভেল করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি। গত বছর আগস্টে মার্কিন কর্মীদের কভিডের টিকা নেয়া বাধ্যতামূলক ঘোষণা করেছিল ইউনাইটেড। টিকা না নিলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছিল প্রতিষ্ঠানটি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইউনাইটেড এয়ারলাইনসের মোট ৬৭ হাজার কর্মীর ৯৬ শতাংশ কভিডের টিকা নিয়েছেন। চলতি বছর জানুয়ারিতে প্রতিষ্ঠানটির সিইও স্কট কিরবি জানান, গত আট সপ্তাহে টিকা নেননি এমন কর্মীদের ভাইরাসে মৃত্যু হয়নি। এর আগে ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছিল, প্রায় ২ হাজার ২০০ কর্মী স্বাস্থ্যগত কিংবা ধর্মীয় কারণে টিকা নিতে অসম্মতি প্রকাশ করেছেন। ফলে অবৈতনিক ছুটি কাটান ওই কর্মীরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।