মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাণিজ্যে কঠোর বিধি আরোপ করেছে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক। এ নীতির অধীনে দেশটির রফতানিকারকদের লেনদেনের ১৮০ দিনের মধ্যে বৈদেশিক বিনিময় মুনাফা দেশে আনতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে লংকান সরকার। খবর রয়টার্স। গত এক দশকের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রা মজুদ রয়েছে মাত্র ২৩১ কোটি ডলার। জ্বালানি, খাদ্যদ্রব্য ও ওষুধের মতো অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি করার ক্ষেত্রে অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে দেশটি। এছাড়া শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, পণ্য ও পরিষেবা রফতানিকারকদের বৈদেশিক বিনিময় শ্রীলংকান রুপিতে রূপান্তর বাধ্যতামূলক করা হয়েছে। এক বিবৃতিতে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক জানায়, শ্রীলংকায় আসা পণ্যগুলোর রসিদ সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে লাইসেন্সপ্রাপ্ত সব ব্যাংককে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।