Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধনশিল্পী টমি মিয়া বাংলাদেশব্যাপি ‘টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ’ নামে একটি রন্ধন প্রতিযোগিতার আয়োজন করেছেন। সারা বাংলাদেশ থেকে মোট ২৬৩৩ জন আগ্রহী প্রতিযোগী রন্ধন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বাছাইকৃত ১০ জনকে নিয়ে আগামী ১৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। নির্বাহী প্রযোজক এস, এম, আলী জাকের সজীব ও মুকাদ্দেম বাবুর পরিচালনায় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এটিএন বাংলায় ২৫ মার্চ শুক্রবার রাত ৭ টা ৫০ মিনিটে সম্প্রচার করা হবে। সম্প্রতি এটিএন বাংলার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টমি মিয়া, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশিন) কে এম মাহমুদ হাসান, এটিএন বাংলার হেড অফ মার্কেটিং উত্তম কুমার শীল, এটিএন বাংলার উপদেষ্টা (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ। সংবাদ সম্মেলনে লন্ডন থেকে অংশ নেন টমি মিয়া। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক রন্ধনশিল্পী টমি মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ