মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঞ্জাবের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে পরাজিত করে এমএলএ নির্বাচিত হয়েছেন লাভ সিং উগোক। কিন্তু তাঁর মা এখনো ঝাড়ুদার! এমনো কি হতে পারে? হ্যাঁ, হতে পারে এবং হয়েছেও। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিধানসভা নির্বাচনে এমএলএ নির্বাচিত হয়ওয়ার পরও তাঁর মা বালদেব কাউর এখনো পাঞ্জাবের একটি সরকারি স্কুলের ঝাড়ুদার হিসেবে কাজ করছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একসময় মোবাইল মেরামতের দোকানে কাজ করা আম আদমি পার্টির (এএপি) নেতা লাভ সিং উগোক চরণজিৎ সিং চান্নিকে পাঞ্জাবের ভাদৌর আসন থেকে ৩৭ হাজার ৫৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
ছেলে এমএলএ নির্বাচিত হওয়ার পরও কেন ঝাড়ুদার হিসেবে কাজ করছেন সে বিষয়ে লাভ সিংয়ের মা বলেন, ‘আমরা অর্থ উপার্জনে সব সময়ই কঠোর পরিশ্রম করেছি। বর্তমানে আমার ছেলের অবস্থান বদলালেও আমি স্কুলে আমার কাজ চালিয়ে যাব।’
মজার ব্যাপার হলো, লাভ সিং উগোক ঝাড়ু প্রতীক নিয়েই নির্বাচন করেছিলেন। ছেলের বিজয়ে উল্লসিত মা বালদেব কাউর বলেন, ‘ঝাড়ু’ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বালদেব কাউর আরও বলেন, ‘যদিও সে (লাভ সিং) রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে আমরা সব সময়ই আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ছেলেই জিতবে।’
বালদেব কাউর যে স্কুলে কাজ করেন, সেখানকার অধ্যক্ষ অমৃত পাল কাউর বলেন, ‘উগোক এই স্কুলেই পড়াশোনা করেছে, সে আমাদের খ্যাতি এনে দিয়েছে। উগোকের মা দীর্ঘদিন ধরে এই স্কুলে ঝাড়ুদারের কাজ করছেন। তিনিও এখানেই পড়াশোনা করেছেন।’
উগোকের বাবা দিনমজুর হিসেবে কাজ করা দর্শন সিং বলেছেন, তাঁদের পরিবার আগের মতোই চলবে।’ তিনি চান তাঁর ছেলে পরিবারের বদলে মানুষের কল্যাণে মনোযোগী হোক।
দর্শন সিং আরও বলেন, ‘এলাকার মানুষ তাঁকে নির্বাচিত করেছে। আমরা চাই সে মানুষের কল্যাণে কাজ করুক। আমরা আগে যেভাবে থাকতাম, সেভাবেই জীবনযাপন করব।’
২০১৩ সালে লাভ সিং এএপিতে যোগ দেন এবং দ্রুত দলের প্রথম সারিতে উঠে আসেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনেও লাভ সিং ভাদৌর থেকে আম আদমির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পার্টি তখন তাঁকে দেয়নি। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।