বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় সরকারি গোডাউন থেকে ইউরিয়া সার কালোবাজারে বিক্রির সময় ট্রাক বোঝাই (২১ টন) সার উদ্ধার করলেন বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
রোববার (১৩ মার্চ) বিকেলে জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজার এলাকার থেকে সার গুলো উদ্ধার করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর একজন কর্মকর্তা জানান, বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় বাফার গোডাউন থেকে ৪২০ বস্তা ইউরিয়া সার রোববার বেলা ১২টার দিকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২২৫৭) লোড করা হয়। সারগুলো আদমদিঘী উপজেলার মীর জামাল বিশ্বাস নামের একজন ডিলারের নামে বরাদ্দ ছিল। সার বোঝাই সেই ট্রাক আদমদীঘি না গিয়ে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হয়। বিষয়টি অবগত হয়ে (এনএসআই) গোয়েন্দাদের একটি দল ট্রাকটি অনুসরণ করে। ট্রাকটি গাবতলী উপজেলার নারুয়ামালা বাজারে খান ব্রাদার্স নামের একটি সারের দোকানের সামনে থামিয়ে সারের বস্তাগুলো আনলোড করা হয়।
এখবর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহানকে জানানে হলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানসহ সেখানে হাজির হন। পরে ৪২০ বস্তা সার জব্দ করা হয়। এসময় খান ব্রাদার্সের মালিক জিন্না খান পালিয়ে যান।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, কালোবাজারে বিক্রির সময় ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। ডিলারকে আটক করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।