Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেশনিং ব্যবস্থা চালু করার দাবি পিপলস পার্টির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

ক্ষমতাসীন দলের কিছু সংখ্যক নেতা আর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। গতকাল শনিবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এ অভিযোগ করেন। এদিন মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, এনপিপির মরহুম চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর সহধর্মিণী তাসলিমা নাজনীন, আবুল হাসান মনোয়ারসহ ২৫/৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিপিপিতে যোগদান করেন।
বাবুল সরদার চাখারী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া এবং মজুতদার-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। বিপিপির মহাসচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে পারভীন নাসের খান ভাসানী, তাসলিমা নাজনীন, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, ফিরোজ মাহমুদ মঙ্গল, নাজমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ