Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টিকিটের অর্থ যোগাতে বিদেশগামী কর্মীদের নাভিশ্বাস

সংবর্ধনা অনুষ্ঠানে বায়রার সদস্যবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ৮:৪৭ পিএম

বিমানসহ বিদেশী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে টিকিটের মূল্য কয়েকগুন বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যগামী ওয়ানওয়ে টিকিটের মূল্য ৮০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। চড়া মূল্যের টিকিটের অর্থ যোগাতে বিদেশগামী কর্মীদের নাভিশ্বাস উঠছে। এতে অভিবাসন ব্যয় দেদারসে বাড়ছে। অবিলম্বে বিদেশগামী কর্মীদের টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে। আজ শনিবার রাতে বিজয়নগরস্থ একটি হোটেলে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ (আরওএপি) আয়োজিত পতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও মতবিনিময় সভায় বায়রার সদস্যবৃন্দ এসব কথা বলেন।

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এবং মহাসচিব আরিফুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বায়রার সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন, রাফার সভাপতি ও বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বারাকাত ভূঁইয়া, বায়রার সাবেক অর্থ সচিব মো. ফখরুল ইসলাম, বায়রার সদস্য মোস্তফা মাহমুদ, লিমা বেগম, আব্দুর রহিম, মো. সাইফুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত চরমভাবে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈধ রিক্রুটিং এজেন্সি সমূহের অফিসে অভিযান চালিয়ে মালিক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দকে মানব পাচার আইনে অব্যাহত ভাবে গ্রেফতার করছে। বর্তমানে র‌্যাবের হয়রানি মূলক অভিযানের কারণে বৈধ রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দ আত্মসম্মানের ভয়ে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। অসংখ্য স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি মালিক বৈদেশে কর্মী প্রেরণ বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এতে জনশক্তি রফতানিতে বিরুপ প্রভাব পড়তে পারে। অবিলম্বে মানবপাচার আইনে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকদের হয়রানি বন্ধ করতে হবে। পরে গুনীজনদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন সভাপতি এম টিপু সুলতান।



 

Show all comments
  • Yousman Ali ১৩ মার্চ, ২০২২, ১০:০০ এএম says : 0
    আসলে কিছুই বুঝিনা কে ভালো কে খারাপ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ