Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনঃ নিয়োগ ও কর্মী ছাঁটাই বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগের উদ্যোগে রাজবাড়ী চর বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগের সভাপতি আব্দুল মানিক, সাধারণ সম্পাদক মোঃ ফারুক মৃধা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, লিটন কুমার, সাইফুজ্জামান সবুজ, খন্দকার এনামুল হোসেন প্রমুখ। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তারা এ সময় বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনঃ নিয়োগ দিতে হবে ও কথায় কথায় কর্মী ছাঁটাই করা যাবে। দাবি না মানা পর্যন্ত কাজে না যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ