রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে
দুপচাঁচিয়া উপজেলায় শীতের আগমণের সাথে সাথে বাজারে শীতের বিভিন্ন সবজির আমদানি বাড়লেও দাম ঊর্র্দ্ধমুখী, ক্রেতাদের হাতের বাইরে। শীত এখনো পুরোপুরি না আসলেও উপজেলায় শীতের আমেজ বিরাজ করছে। চাষিদের শীতের সবজির উৎপাদনও বেড়েছে। অথচ গত কয়েকদিন ধরেই উপজেলায় অনেকটা লাগামহীন হয়ে পড়েছে শীতকালীন বিভিন্ন সবজির দাম। গত শুক্রবার উপজেলা সদরের পৌর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন সবজির আমদানি প্রচুর। বিক্রেতারা বিভিন্ন ধরনের সবজির পসরা সাজিয়ে বসেছেন। শীতকালীন সবজিগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে সিম, ফুলকপি, মুলা, লাউ, বরবটি, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি। এছাড়াও লালশাক, পুঁইশাক, পালংশাক, মুলাশাকসহ নানা ধরনের শাক পাওয়া যাচ্ছে বাজারে। এদের মধ্যে সিম প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৫০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রয় হচ্ছে। এছাড়াও পালংশাক ৪০ টাকা কেজিসহ লালশাক ও সরিষার শাক আঁটির আকার ভেদে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। এব্যাপারে বাজারে আসা ক্রেতা আজাহার হোসেন, বেলাল হোসেন, বাদলু ফকির, আতাউর রহমানসহ অনেকে ‘দৈনিক ইনকিলাব’-কে জানান, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রেতারা বিক্রি করছেন। তবে বিক্রেতা আবু তাহের জানিয়েছেন, চাষিদের নিকট থেকে বেশি দামেই শাকসবজি কিনতে হচ্ছে। এ কারণেই বেশি দামে বিক্রয় করতে বাধ্য হচ্ছি। তবে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাজারে শীতের সবজির আমদানি বাড়বে। তখন দাম অনেক কমে আসবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।