Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন, অন্যথায় বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করুন : খুলনায় ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ২:৫৮ পিএম

তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের আয়োজনে আজ শনিবার (১২ মার্চ) বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে। সংগঠনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ'র সভাপতিত্বে ও নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ অতি সত্ত্বর দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবী জানান। তারা বলেন, এ সরকারের রাষ্ট্রযন্ত্র দুর্বল হওয়ায় সবকিছুই অনিয়ন্ত্রিতভাবে চলছে যার ফলে তেলসহ সকল প্রকার দ্রব্যমূল্য সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গছে। অনতিবিলম্বে সরকারের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয় এ মানববন্ধনে।

মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মাওলানা আব্বাস আমিন, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার , প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব সফিউল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আল-আমিন, মোঃ আলম শিকদার, মোস্তফা বাঙালি, শ্রমিক আন্দোলনের আবুল কালাম আজাদ, যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র আন্দোলনের ফরহাদ হোসেন মোল্লা, মেহেদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা, আব্দুল্লাহ সজল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ