Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেস্তে যাওয়ার আশঙ্কা চার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য আমতলী পৌর সড়ক

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৪ কোটি ২ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয় বরাদ্দে ঈঞঊওচ (প্যাকেজ নং-২) প্রকল্পের আওতায় বরগুনার আমতলী পৌরসভার ৪.৫৩১ কি.মি. সড়ক নির্মাণ কাজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের ওয়াপদা-কামাল সাংবাদিক বাড়ি ২.৮৭০কি.মি., ৫-৬ নং ওয়ার্ডের সবুজবাগ সেলিমের বাসা-কলেজ মসজিদ .৫৫০কি.মি., ৫-৬ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা স্কুল-মফিজ তালুকদারের বাসা .৫৫০কি.মি. ও ৩নং ওয়ার্ডের মাজার রোড-এটিও কাশেম মিয়ার বাসা .৫৬১কি.মি. সড়কসমূহের পাশ দিয়ে পানি চলাচলের খাল, ঝিল, বদ্ধ ডোবা নালা অবস্থিত। এসব স্থানে রিটার্নিং ওয়াল করে আরসিসি রাস্তা না করলে সড়কের স্থায়িত্ব দীর্ঘায়িত হবে না। কারণ বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ফাটল কিংবা ইঁদুরের গর্ত দিয়ে প্রবেশ করে খাল, ঝিল কিংবা ডোবানালার দিকে ধাবিত হলে রাস্তা ধসে যাবে। অল্প দিনের মধ্যে রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এ বিষয়টি মাথায় না রেখে প্রাক্কলন প্রস্তুত করে কাজ শুরু করে দিয়েছেন। এলাকাবাসী বিষয়টি উপলদ্ধি করে কাজে বাধা সৃষ্টি করে। জানা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতি না করে কাজটি এনেছেন। এমতাবস্থায় কয়েক কোটি টাকা ব্যয়ে কার্পেটিং রাস্তা করা হলে বিশ্বব্যাংকের এই অনুদানটি ভেস্তে যাবার সম্ভবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেস্তে যাওয়ার আশঙ্কা চার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য আমতলী পৌর সড়ক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ