Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রোল-কটাক্ষ নিত্য সঙ্গী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বলিউডের ‘আইটেম গার্ল’। একচেটিয়া রাজত্ব করেছেন এক সময়ে। বর্তমানে নানা রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে। কিন্তু তার কাজ নিয়ে ক’জনই ভাবেন! যত আগ্রহ তার বয়সে অনেক ছোট প্রেমিক আর খোলামেলা পোশাক নিয়ে। মালাইকা অরোরাকে নিয়ে চর্চা যেন থামতেই চায় না। ট্রোল ও কটাক্ষ তার নিত্য দিনের সঙ্গী।
মালাইকা বাঁচেন নিজের শর্তে। কিন্তু মেয়েকে নিয়ে অবিরত ট্রোলে বিধ্বস্ত তার মা-বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন তিনি। অর্জুন কাপুরের প্রেমিকার কথায়, ‘কে আমাকে নিয়ে কী বলল। মাঝেমধ্যেই আমার কাছে জানতে চান মা-বাবা। শেষ পর্যন্ত আমি তাদের সঙ্গে বসে কথা বলেছিলাম। ওইসব নোংরা জিনিস পড়ার অভ্যাস ত্যাগ করতে বলেছি বাবা-মাকে। এসব পড়ে সময় না করার পরামর্শ দিয়েছি।’
মালাইকার কথা শুনেছেন মা-বাবা। মেয়ের মতো নেতিবাচক মন্তব্য তাদের এখন আর স্পর্শ করতে পারে না। সব বিতর্ক তুড়ি মেরে উড়য়ে প্রেমিক অর্জুন কাপুরও মালাইকার পাশে। তিনি বলেন, ‘আমি ওর পাশে থাকব। ও আমার পাশে থাকবে। আমাকে এবং আমাদের সম্পর্ককে ও খুবই সম্মান দেয়। তাই আমিও ওকে শ্রদ্ধা করি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ