Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রঙিন খাবার’ খেয়েই আয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

খাওয়ার জন্যই সব। কিন্তু মানুষ অন্যের খাওয়া দেখতেও যে ভালবাসে তা ইন্টারনেট বিপ্লব না হলে, ইউটিউবের জন্ম না হলে জানা যেত না। ইউটিউব খুললেই এখন ফুড বøগের বন্যা!
গ্রামের কুমড়ো ফুলের বড়া থেকে শহরে ফাস্টফুড। অধিকাংশ ফুড বøগই জনপ্রিয়। প্রচুর সাবস্ক্রাইবার তাদের। আন্দাজ হয়, ভালই আয় করেন এই বøগাররা। তাই বলে মাসে সাড়ে ৭ কোটি টাকা? ক্যামেরার সামনে শুধু খেয়ে মাসে সাড়ে ৭ কোটি টাকা আয় করেন এক ইউটিউবার। কানাডার অন্টারিওর বাসিন্দা ওই তরুণীর নাম নোয়ামি ম্যাকরে।
ইউটিউবের দর্শক অবশ্য নোয়ামিকে চেনে হানিবি নামে। নোয়ামির চ্যানেলের নাম হানিবি এএসএমআর। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে যখন পড়েন তখনই এএসএমআর কন্টেন্টে হাত পাকাতে শুরু করেন। এএসএমআর হল অটোনোমাস সেনসরি মেরিডায়ন রেসপন্স। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, সু² শব্দ মস্তিষ্কে এক ধরনের অনুরণন তৈরি করে। যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং শরীরকে আরাম দেয়। খাওয়ার সময় মুখ থেকে যে শব্দ হয়, তাতেও একই কাজ হয়।
এই কারণেই একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে ফুড চ্যানেলের ভাবনা এসেছিল নোয়ামির মাথায়। যেখানে কথা না বলে এএসএমআর কনটেন্ট তৈরি করতে শুরু করেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য ক্যামেরার সমানে নোয়ামি যা খান তাও কিন্তু স্পেশাল। নোয়ামি মূলত খান বিভিন্ন সাইজের চকলেট। কোনওটাকে দেখতে মাছের মতো, কোনওটা যেন হেয়ারব্রাশ। সঙ্গে পানীয় হিসেবে শ্যাম্পেনের বোতল থাকে।
আর সেসব খাবার হয় চটকদার লাল-নীল-সবুজ রঙের। বোঝাই যায়, এই খাবার দর্শকের মন কাড়ার জন্য অর্ডার দিয়ে তৈরি করা। চুপিচুপি এএসএমআর ফুড বøগ শুরু করে মাস তিনেকের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যান নোয়ামি। বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা সাড়ে ৭ লাখেরও বেশি। আর মাসে আয় সাড়ে ৭ কোটি টাকা।
নোয়ামি বলেন, ‘আমি ভীষণ ভালবাসি আমার কাজকে। বিশ্বের কোনও কিছুর বিনিময়ে এই কাজকে আমি বিক্রি করতে পারব না।’ নোয়ামি ভালবেসে যে কাজ করছেন, তাতে যা আয় হচ্ছে, তাতে করে আর কিছু করারও প্রয়োজনও নেই তার। সূত্র : দ্য মিরর, দ্য কুরিয়ার মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ