মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাদক পাচার করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নিউ আলিপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। বিজেপিই আবার তাকে দলের দায়িত্বে এনেছে। এ নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। যদিও গেরুয়া শিবিরের দাবি, পামেলার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাকে দায়িত্ব দিতে কোনও সমস্যা নেই।
গত মাসে নতুন করে বিজেপির রাজ্য কমিটি গঠিত হয়। তা নিয়ে পানিঘোলা হয়েছে অনেক। ক্ষোভের আগুনে কেউ কেউ দলও ছেড়েছেন। এর মাঝেই গত বুধবার রাতে যুব মোর্চার কমিটিতে রদলবদল হল। তাতেও দেখা গেছে, দিলীপ ঘোষের সময়কার বেশকিছু নেতা বাদ পড়েছেন কমিটি থেকে। এর মধ্যে পামেলা গোস্বামীর মতো বিতর্কিত নেত্রী যুব মোর্চায় পদ পাওয়ায় অখুশি বঙ্গ বিজেপির একাংশ।
দিন কয়েক আগে দু’টি বিশেষ কেন্দ্রীয় পুরস্কার পেয়ে আপ্লুত হয়ে ‘মোদিকে ধন্যবাদ’ জানিয়ে টুইট করেছিলেন পামেলা গোস্বামী। তারপরই নাকি পামেলাকে ভারতীয় জনতা যুব মোর্চার সাংস্কৃতিক সেলের দায়িত্বে এনেছেন যুব সংগঠনের সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সূত্র : এনডিটিভি, ফাস্টপোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।