বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩ ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ১১টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) ৪টি পদে বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ১১৫৪ জন। শুক্রবার সকালে ফলাফল জানা যায়। সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আহসান উল্লাহ খন্দকার , সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের মো. আব্দুল মান্নান মজুমদার ও নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন খান, লাইব্রেরি সম্পাদক পদে নীল প্যানেলের লোকমান আহমেদ, এনরোলমেন্ট সম্পাদক আব্দুস সবুর, আই টি সম্পাদক সাদা প্যানেলের এএমএম মইন, রিক্রিয়েশন সম্পাদক শাহাবুদ্দিন এবং সদস্য পদে সাদা প্যানেলের আব্দুল হান্নান ( লিটন), মো: ওমর খালিদ, ফাহমিদা রহমান (সুপ্তি), নীল প্যানেলের ফাহিমা আক্তার ও মো: নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।