বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রাম থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে বন রক্ষীরা। শুক্রবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, হরিণের চামড়া রাখার গোপন সংবাদ পেয়ে মৃত ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘরের মাচার ওপরে হরিণের চামড়া দুটি ভাজ করা অবস্থায় পাওয়া যায়। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনা। অভিযুক্ত সুমনকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সুমন মুন্সীর মা রোকেয়া বেগম বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করছেন। তার দাবী প্রতিবেশী সোহাগ মল্লিকের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন দ্ব›দ্ব চলছে। তারাই ষড়যন্ত্র করে গোপনে তাদের ঘরে চামড়া দুটি রেখে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।