Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় ‘ফুকরে’র নির্মাণ শুরু হল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

অভিনেতা বরুণ শর্মা জানিয়েছেন তিনি এবং সহশিল্পীরা ‘ফুকরে’ সিরিজের তৃতীয় পর্বের শুট শুরু করেছেন। বাডি কমেডি ধারার ফিল্মটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা। এক্সেল এন্টারটেইনমেন্টের হয়ে প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানী এবং ফারহান আখতার। সিরিজের প্রথম পর্ব ২০১৩তে মুক্তি পায় পরের পর্ব ‘ফুকরে রিটার্নস’ মুক্তি পায় ২০১৭তে। এই সিরিজ দিয়েই বরুণের অভিনয়ে অভিষেক হয়, তিনি সিরিজে চুচা চরিত্রের অভিনয় করেন। বরুণ ইনস্টাগ্রামে লিখেছেন : “শুরু হয়ে গেল!!” তিনি ফিল্মের একটি ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেন এই বার্তার সঙ্গে। ‘ফুকরে’ সিরিজে আরও অভিনয় করেছেন রিচা চাধা গ্যাংস্টার ভোলি পাঞ্জাবানের ভূমিকায়, জাফরের ভূমিকায় আলি জাফর, পুলকিত স¤্রাট (হানি) এবং মনজোত সিং। ২০২০ সালে রিচাও ‘ফুকরে ৩’-এর আভাস দিয়েছিলেন। পঙ্কজ ত্রিপাঠীও সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। বরুণ এছাড়া রণবীর সিংয়ের সহাভিনয়ে রোহিত শেট্টির ‘সার্কাস’ ফিল্মে অভিনয় করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয় ‘ফুকরে’র নির্মাণ শুরু হল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ